মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত ১১

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জে একটি মসজিদে বিস্ফোরণে ১১ মুসল্লির মৃত্যু হয়েছে।  দগ্ধ হয়েছে অনেকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলার সময়ে পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এশার নামাজ পড়ার সময় একইসঙ্গে মসজিদের ছয়টি এসি বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। এ সময় শতাধিক মুসল্লি নামাজ আদায় করছিলেন।  এ ঘটনায় ১১ নিহত জন ও ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় আমরা এখন পর্যন্ত ৩৭ জনকে গ্রহণ করেছি।’
আহতদের প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩৭  জনকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে।