বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য

না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান। আজ বিকাল ৪-১০ টায় নিজ বাসভনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি বাংলাদেশের প্রথম সরকারের অর্থ সচিব ছিলেন। প্রধানমন্ত্রীর সাবেক সংস্থাপন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা , সাবেক সংসদ সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব খোন্দকার ১৯৭৫ এর ১৫ ই অগাষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যার পর খুনিচক্র ১৯শে আগস্ট সরকারের সচিব পদে কর্মরত অবস্হায় খোন্দকার আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে। বঙ্গবন্ধু হত্যার পর তিনিই প্রথম সরকারী কর্মকর্তা যাকে খুনী সরকার গ্রেপ্তার করে। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশ প্রেমিক ছিলেন।