শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘নিষিদ্ধ’ হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাকিব

নিজস্ব সংবাদদাতা : ক্রিকেট থেকে নির্বাসন শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে সাংবাদিক ও ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। সেখানেই নিষিদ্ধ হওয়া নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

আপনি জেনে অবাক হবেন যে, সাকিব আগে থেকেই জানতেন, খারাপ খবর আসতে চলেছে। এমনকি গত বিশ্বকাপের আগেও তিনি নিষিদ্ধ হতে পারতেন। সে সময় ভয় আর মানসিক চাপ নিয়ে সাকিব খেলেছেন বিশ্বকাপ। এমন কঠিন পরিস্থিতিতেও সাকিবের ব্যাটে ছিলো ছন্দ। সেই বিশ্বকাপেই ৮ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেছিলেন তিনি।

সাকিব বলেন, ‘আমার তো মনে হয় খুবই চ্যালেঞ্জিং (সব জেনে বিশ্বকাপ খেলা)। কারণ অনেক দিন থেকেই এটার তদন্ত চলছিল। নিয়মিত ওরা আমার সঙ্গে যোগাযোগ করছিল, স্বাভাবিকভাবে আমার জন্য খুব অস্বস্তিকর ছিল। এটা কখনই একজন খেলোয়াড়ের সুন্দর একটা অনুভূতি না। সেদিক থেকে অবশ্যই অনেক কঠিন সময় ছিল।’

গত বিশ্বকাপে ৮ ম্যাচে সাকিব করেছেন ৫ ফিফটি ও ২ সেঞ্চুরি। নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন জেনেও তার এমন পারফরম্যান্স নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। তবে সাকিব বলেন, ‘বিশ্বকাপের আগেও নিষিদ্ধ হতে পারতেন। বিশ্বকাপে পারফর্ম করেছেন নিজের নামের প্রতি সুবিচার করতে।’

‘আমাকে নিয়ে তদন্ত শুরু হয়েছিল নভেম্বর-ডিসেম্বরের (২০১৮ সালের) দিকে। বিশ্বকাপের আগেও আমি নিষিদ্ধ হতে পারতাম। সেটা হয়নি। কিন্তু ওটা কখনই মাথায় কাজ করেনি যে ওটার (নিষেধাজ্ঞা আসছে) জন্য ভাল করতেই হবে। বিশ্বকাপে আমার ভাল কিছু করা দরকার ছিল। কারণ এর আগে যতগুলো বিশ্বকাপ খেলেছি বলার মত কিছু করিনি। নিজের নামের পাশে যেহেতু একটা রেপুটেশন আছে। কখনই মনে হয়নি বিশ্ব পর্যায়ে সেই রেপুটেশন তুলে ধরতে পারছিলাম। বয়সটাও আমার পক্ষে ছিল। যে বয়সে মানুষ সেরা ছন্দে থাকে।’