শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৌকার মাঝি হিসেবে মনোনয়ন ফরম কিনলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন

সরিষাবাড়ী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সুবিধা বঞ্চিত এলাকার নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান ৮নং মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ইউপি নির্বাচনে ৮নং মহাদান ইউনিয়নের চেয়ারম্যান পদে জামালপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন ও জমা দিলেন । ইউনিয়নের গরীব-দুঃখী মানুষের নেতা, সর্বস্তরের মানুষের দুই নয়নের মণি, সত্যবাদী ও অন্যায়ের প্রতিবাদী যুব সমাজের অহংকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এম পি’র বিশ্বস্ত ৮নং মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আনোয়ার হোসেন।তিনি চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণার পাশাপাশি বর্তমান সকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরছেন। ভোটারদের মনে স্থান করে নিয়েছেন ভালোবাসার মানুষ হিসেবে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই প্রার্থী। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধ্যমত বিতরণ করেছে ত্রাণ সামগ্রীসহ মাস্ক,নগদ অর্থ । রাজনৈতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।জনগণ চাইলে আমি নির্বাচন করবো। নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী । নির্বাচিত হলে তরুণদেরকে নিয়ে মহাদান ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।