বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

আজকের দেশবার্তা রিপোর্টঃ পিএসজি থেকে চেলসিতে যোগ দিচ্ছেন থিয়াগো সিলভা। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করছে চেলসি। পিএসজির সাথে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ৩৬ বছর বয়সী ডিফেন্ডারকে দলে ভেড়াতে কোনো টাকা খরচ করতে হবে না চেলসির। 

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের পর সিলভার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছে। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে চেলসি। পিএসজিকে ইতিহাসের প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠাতে পারলেও স্বপ্নপুরণ হয়নি সিলভার। তবে ক্লাব থেকে তিনি বিদায় নিয়েছেন মাথা উঁচু করেই।
উল্লেখ্য, ২০১২ তে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন সিলভা। ৮ বছরে ৭ বার লিগ জিতেছেন তিনি, ছিলেন ক্লাবের অধিনায়কও। সব ঠিকঠাক থাকলে নতুন মৌসুমে ফ্ল্যাঙ্ক ল্যাম্পার্ডের কেনা প্রথম ডিফেন্ডার হতে যাচ্ছেন সিলভাই