বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীর দাগনভূঞাতে ভেঙ্গে ফেলল মুক্তিযোদ্ধার কবর।

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কাশেমের কবর ভোর রাতে ভেঙ্গে ফেলে দিলো সন্ত্রাসীরা।

বিশ্বস্ত সূত্রে জানা যায় মৃত মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তানদের সাথে তার ভাইদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলতে ছিল অনেকদিন ধরে। ইতিমধ্যে গত ২ দিন আগ থেকে মৃত মুক্তিযোদ্ধা আবুল কাশেমের কবর পাকা করনের কাজ চলতে ছিল। কিন্ত ১৮ই মে ভোর রাতে কে বা কারা উক্ত কবরের দেয়াল ভেঙ্গে ফেলে দেয়।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসি তীব্র নিন্দা জানান। এদিকে মৃত মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সন্তান মামুন বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। দাগনভূঞা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙালী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি, দাগনভূঞা থানা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল ইসলাম সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।