বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠদানে টাংগাইল মাদ্রাসা পর্যায়ে কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ছাত্র-ছাত্রীদের পূর্ণপাঠ নিশ্চিত করার জন্য মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, অ্যাডভোকেট নূরুল আলম, কোরেশনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক নুরুল ইসলাম, খারজানা আলীম মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, বরাকেয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম, গয়রাগাহা দাখিল মাদ্রাসার সুপার আবুল হাশেম, ভায়েটা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মোঃ শফিকুল ইসলাম, বয়লা হোসেন দাখিল মাদ্রাসার সুপার আশরাফ আলী, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক’সহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ রিপন।