শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাসাইলে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও সবজি বীজ বিতরণ – বীর মুক্তিযোদ্ধা এডঃ জোয়াহেরুল ইসলাম এমপি।

টাংগাইলের বাসাইলে সরকারের কৃষি যন্ত্রপাতি সহায়তার আওতায় ধান কাটার মেশিন হিসেবে পরিচিত কম্বাইন হারভেস্টার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। রবিবার( ৩ মে) সকালে উপজেলা পরিষদের চত্বরের কম্বাইন হারভেস্টার ও সবজি বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বাসাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন সুজন খানশূর, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেলসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা নাজনীন আক্তার বললেন ধান কাটার শ্রমিক স্বল্পতার কারনে ৫০ শতাংশ ভর্তুকিতে এ মেশিনটি দেওয়া হচ্ছে। মেশিনটির বাজার মূল্য ২৮ লাখ টাকা। এ উপজেলায় ১০ জন কৃষক সরকারি ভর্তুকী মূল্যে কেনার জন্য আবেদন করেছিলেন।তাদের মধ্যে থেকে কাশিল ইউনিয়নের খালিদ হোসেন নামে এক কৃষক ১৪ লাখ টাকায় মেশিনটি পেয়েছেন।জানা যায় ডিজেল চালিত এই মেশিনটি বিঘা প্রতি ৮-১০ লিটার তেল লাগে এবং ১ টি মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কাটা যায়।কৃষি কর্মকর্তা আরও বলেন উপজেলায় কোন আবাদি জমি যেন পতিত না থাকে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শে আজকে ১০ জন কৃষককে ৫ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যেই ৭০০-৮০০ কৃষকের মাঝে এ সবজি বীজ বিতরণ করা হবে।বাকী আরও ৪ টি কৃষি যন্ত্রপাতি ৩-৪ দিনের মধ্যে দেওয়া হবে।উপজেলা কৃষি অফিস থেকে জানা যায় এ বছর উপজেলায় মোট ১১ হাজার ১২০ হেক্টর জমিতে বোর ধান আবাদ করা হয়েছে এবং লক্ষ্যমাএা ধরা হয়েছে ৬৬ হাজার ৫০০ মেট্রিন টন যা গত বছরের তুলনায় অনেক বেশি।এ সময় সংসদ সদস্য এডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি মহোদয় বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছেন। সরকারিভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্যে ধান কেনার নিদর্শনা বাস্তবায়ন করেছেন। তিনি আরোও বলেন এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভর্তুকি দিয়ে ধান কাটার মেশিন তাদের মধ্যে পৌঁছে দিয়েছে। এর মধ্যে দিয়েই প্রমাণ হলো বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের কথা চিন্তা করেন এবং তাদের পাশে আছেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন করোনা ভাইরাস বিস্তার রোধের পাশাপাশি এ মূহুর্তে উপজেলায় বোর ধান নিরাপদে ঘরে তুলে আনাকে আমরা চ্যালেজ্ঞ হিসেবে নিয়েছি। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষে থেকে কৃষকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

-বাসাইল প্রতিনিধি: সুমন কুমার রায়