মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার কৃষকের ধান কেটে দিল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষি মাসুদ মিয়া, ঠান্ডু মিয়া ও কাশেম মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান সোমবার কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার বলেন, দেশে করোনাভাইরাসের ক্রান্তি সময়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশক্রমে যারা অর্থাভাবে ধান কাটতে পারছে না- সেসব হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে গোহালিবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় নেতাকর্মীদের ধান কাটার উৎসাহ যোগাতে মতিউল আলম তালুকদারসহ উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সরাতৈল ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. পিন্টু মিয়া প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন বিএনপির কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সকলস্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।