বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাড়া বেশি নিলে ডাম্পিং ব্যবস্থা গ্রহণের হুমকি

করোনা পরিস্থিতির মধ্যে সরকার নির্দেশিত নিয়ম না মেনে বেশি ভাড়া আদায় করলে ডাম্পিংসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (২৬ জুন) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কিছু পরিবহনের বিরুদ্ধে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। করোনা সংক্রমণকালে গণপরিবহনের অধিকাংশ ক্ষেত্রেই যাত্রী সংকট রয়েছে। অথচ কিছু পরিবহন অধিক ভাড়া আদায় করছে। আমি বিআরটিএকে এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।