বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহাকাশ থেকে পৃথিবী সরাসরি দেখুন

পৃথিবীকে বাইরে থেকে দেখতে কেমন লাগে? স্পেস স্টেশন থেকে সেই দৃশ্য দেখলেও মন ভরেনি মহাকাশ বিজ্ঞানীদের। তাইতো এবার পৃথিবীর চারপাশ ভ্রমণ করতে চান তাঁরা। এজন্য তৈরি করা হয়েছে বিশেষ ধরণের রকেট। ২৭ মে বিকেল ৫টায় মহাকাশে যাবে ফ্যালকন ৯ রকেট।

স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের যাত্রী হিসেবে থাকবেন মহাকাশচারী বব বেনকেন ও ডগ হারলে। এটিকে ব্যক্তিগত মহাকাশ যান মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।

ঘরে বসে এই যাত্রা দেখতে পারবেন আপনিও। নাসার টেলিকাস্ট লাইভের পাশাপাশি নাসার ওয়েবসাইটে https://www.nasa.gov/live দেখা যাবে তাদের যাত্রা পথ।

উৎক্ষেপন থেকে পৃথিবীর বুকে ফিরে আসা পর্যন্ত চলবে লাইভ সম্প্রচার।

মহাকাশ বিশ্লেষক লুইজি পেলুসো বলেন, বাণিজ্যিক মহাকাশযানে দুটি মানুষ মহাকাশে গেছে এমন ঘটনা হয়নি। এটি প্রথমবার। ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হবে পৃথিবী। বিপজ্জনক পদক্ষেপ নিতে চলেছে। সম্পূর্ণ ভিন্ন মাত্রার তীব্রতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। তাদের কেবল নিরাপদে সেখানে পৌঁছে দেওয়ার বিষয় নয়, তাদের ফিরিয়ে আনার বিষয় নিয়ে অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণ করতে হয়েছে।