শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহান বিজয় দিবসে কবি ইসরাত জাহান রিয়ার দু’টি কবিতা

১. স্বপ্নে মুড়ানো দেশ

– ইসরাত জাহান রিয়া

স্বপ্নে মুড়ানো একটি দেশ

 বাংলাদেশ ,

আমার বাংলাদেশ।

রবীন্দ্রনাথের সোনার বাংলা

কাজী নজরুলের স্বপ্নের দেশ

বাংলাদেশ,

 আমার বাংলাদেশ।

শ্যামলের বুকে রুপশী বাংলা

রুপের যে তার নাইকো শেষ

 বাংলাদেশ,

 আমার বাংলাদেশ।

লাখো শহিদের বুকের রক্তে

বন্যা বহানো একটি দেশ

বাংলাদেশ,

আমার বাংলাদেশ।

অগ্নি দহনে, সোনালী ফসলে

স্বপ্ন আঁকা একটি দেশ

 বাংলাদেশ,

আমার বাংলাদেশ।

চাষা চাষিদের ঘাম ঝরানো

স্বপ্নে ঘেরা সোনার দেশ

বাংলাদেশ,

আমার বাংলাদেশ।

শৈরচারীর শাসন ভাঙতে

লাখো বাঙালীর ক্রোধের রেশ

 বাংলাদেশ,

আমার বাংলাদেশ।

সুজলা সুফলা শস্য শ্যামলা

 মায়ের শাসনে আপন দেশ

বাংলাদেশ,

আমার বাংলাদেশ।

২. আমাদের এই দেশ

– ইসরাত জাহান রিয়া

আমাদের দেশে আছে হরেক রকম মানুষ,

 কেউ করে মাঠে কাজ

 কেউ উড়ায় ফানুস।

 ছোট ছোট ছেলেমেয়ে করে খেলাধুলা ,

এভাবেই কেটে যায়

সারাদিন বেলা।

মাঠ ভরা ধানে ধানে

ভরে ওঠে ঘর,

কৃষকের মনে শুধু

আনন্দের হুল্লোড়।

রাঁখাল বাজায় বাঁশি

কেটে যায় বেলা,

জেলে ভাই ধরে মাছ

কাজে নাই হেলা।

এই দেশের মাটিতে মেশা

আমাদের প্রাণের ঘ্রাণ,

নতুন রুপে ফিরে পাই

আমরা জীবনের সম্মান।

 দেশের বুকে মাথা রেখে

প্রাণ জুড়ায় বেশ,

সোনার চেয়েও খাঁটি

আমাদের এই দেশ।