শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবিক সম্পর্কের গল্পে নিশো-মেহজাবীন

নিজস্ব সংবাদদাতা : নিশো ও মেহজাবীনের বিয়ের পর দুজনের মনোমালিন্যের কারণে একটা সময় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর মেহাজাবীনের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাদের দুজনের বিচ্ছেদের ৫ বছর পর নিশো আবার মেহজাবিনের সাথে যোগাযোগ করে। পরিস্থিতির কারণে তাদের মধ্যে একটা রিইউনিয়ানের সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সত্যের অনেক রুপ থাকে। সঠিক রূপ টা মানুষ সবসময় ধরতে পারে না। এরকমই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘জন্মদাগ’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ।

এখানে মেহজাবীনকে দেখা যাবে নীলা চরিত্রে আর আফরান নিশো অভিনয় করেছেন সোহেল চরিত্রে। এছাড়াও এখানে অভিনয় করেছেন অর্নব অন্তু।

ভিকি জাহেদ বলেন, ‘মানবিক সম্পর্কের গল্প নিয়ে এই কাজটি করা। আমি সবসময়ই একটু ভিন্ন কিছু করার চেষ্টা করি। এবারও তাই করেছি।আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার করা হবে।