বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিথ্যা তথ্য দেওয়ায় ৭০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

আজকের দেশবার্তা রিপোর্টঃ করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মে থেকে জুলাই পর্যন্ত ৭০ লাখ পোস্ট সরিয়ে ফেলেছে ফেসবুক ইনক। এর মধ্যে ভুয়া প্রতিরোধমূলক ব্যবস্থা ও অতিরঞ্জিত নিরাময় প্রচার করা পোস্টগুলোও রয়েছে।

ফেসবুক তার ষষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে এই উপাত্ত প্রকাশ করেছে। ২০১৮ সালের নতুন এই নীতিমালার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

কোম্পানিটি বলেছে, ২০২১ সালের শুরুতে এই রিপোর্টে ব্যবহৃত মেট্রিকগুলো স্বাধীনভাবে নিরীক্ষণের জন্য বহিরাগত বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে।

কদিন আগে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মুছে ফেলেছিল ফেসবুক। এক ভিডিও পোস্টে তার দাবি, শিশুরা অনেকটাই করোনা প্রতিরোধী। এমন পোস্ট দিয়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর দাবিতে তা সরিয়ে ফেলে ফেসবুক।