শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজ বাড়িতে থাকা মহিষটিই কুরবানি দেবেন

আজকের দেশবার্তা রিপোর্টঃ করোনার প্রার্দুভাবের শুরু থেকেই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়িতে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। করোনার সময়ে ফিটনেস ধরে রাখতে নিজ বাড়িতেই ফিজিক্যাল ট্রেনিং চালিয়ে যাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।

এক সপ্তাহ পর পবিত্র ঈদুল আযহা। এলাকাবাসীসহ সকল ভক্তদের সবসময়ই আগ্রহের কেন্দ্রবিন্দু মোস্তাফিজ।বরাবরের মতো এবারও ঈদে কুরবানি দেবেন মোস্তাফিজ- সেটা নিশ্চিত। তবে কোন পশু কুরবানি করবেন তা এখনও নিশ্চিত হয়নি।

কয়েকদিন ধরেই কুরবানির জন্য গরু খুঁজছেন মোস্তাফিজ। তবে করোনা পরিস্থিতিতে গরু পাওয়া না গেলে বাড়িতে থাকা মহিষটিই কুরবানি করবেন মোস্তাফিজ। এমন তথ্য জানিয়েছেন কাটার মাস্টারখ্যাত এ পেসারের ঘনিষ্ঠ ও বাল্যবন্ধু হাফিজুর রহমান হাফিজ।