বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমিজ রাজা: উমর আকমলের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানাননি। তাই উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবির এ সিদ্ধান্তে মারাত্মক হতাশ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা রমিজ রাজা। আকমলের মতো এ ধরনের দোষ যাঁরা করবেন, তাঁদের একেবারে আইন পাশ করে জেলে পাঠানোর দাবি করলেন তিনি। রমিজ বলেন, ‘এই ধরনের নিরেট মূর্খদের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। আর সেটা না হলে, এ রকম ঘটনা আরো দেখার জন্য তৈরি থাকতে হবে।’ টুইটারে আকমলকে নিয়ে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও সতীর্থ ধারাভাষ্যকার পামেলেলো বাঙ্গোয়ার একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা বলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। তিনি আরো বলেন, ‘উমর আকমলও সরকারি ভাবে নির্বোধদের তালিকায় নাম লেখাল! তিন বছর নির্বাসন! কী ভাবে সব প্রতিভার অপচয় হচ্ছে। আমার তো মনে হয়, ক্রিকেটে গড়াপেটা রুখতে পাকিস্তানে আইন প্রণয়ন করার এটাই সেরা সময়।’ উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ দেশের জার্সিতে খেলেছিলেন ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল।