শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭, জিপিএ-পাঁচ ২৬১৬৭

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২৬ হাজার ১৬৭ জন।

পরীক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে কয়েক বছরের তুলনায় এবার ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বোর্ডের অধীন চলতি বছর এইচএসসি পরীক্ষায় দুই লাখ ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৬ হাজার ৪২ জন ছাত্রী ও ১ লাখ ৪ হাজার ১৪৩ জন ছাত্র রয়েছে।