বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লকডাউন ছাড়াই সফল সুইডেনে ৭৭ দিন পর মৃত্যুশূন্য

করোনায় মৃত্যুবিহীন একটি দিন পার করলো মহামারি মোকাবিলায় সফল দেশগুলোর শীর্ষে থাকা ইউরোপের দেশ সুইডেন। গত ১৩ মার্চের পর এই প্রথম দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনও মারা যাননি। রোববার সুইডিশ স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

লকডাউন ছাড়াই জনগণের স্বেচ্ছা সামাজিক দূরত্ব বজায় রেখে, হাত ধোয়া এবং মাস্ক পরার নিয়ম মেনে করোনাভাইরাস মোকাবিলায় সুইডেনের উন্মুক্ত এই পদ্ধতি নিয়ে অনেকে সমালোচনা ছিল। এমনকি অনেকে ভাইরাস মোকাবিলায় দেশটি বিপজ্জনক কৌশল বেছে নিয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন।

তবে ভবিষ্যতে দেশটির এই সফল পদ্ধতি মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুকরণীয় মডেল হিসেবে কাজ করতে পারে।

করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশ যখন লকডাউন আরোপ করে, তখন উল্টো পথে হেঁটে সফল হয়েছে সুইডেন। ইউরোপের বিভিন্ন দেশ করোনায় মৃত্যুপরীতে পরিণত হয়ে অবরুদ্ধ দশায় আটকা পড়লেও মহামারির শুরু থেকেই সুইডেনের রাস্তায় হাজারও মানুষের চলাচল, দোকানপাট, রেস্তারাঁ খোলা দেখা যায়।

এতে জনগণের স্বেচ্ছা সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানসহ অন্যান্য সুরক্ষা অবলম্বন করতে দেখা যায়। যদিও এই উন্মুক্ত পদ্ধতির করোনা মোকাবিলা নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার মুখে পড়েছিলে সুইডেন। তবে দেশটির সরকার শক্তিশালী চিকিৎসা ব্যবস্থার কারণেই এই পদ্ধতিতে করোনা মোকাবিলার পথে হাঁটছে বলে জানায়।

সুইডিশ স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, প্রতিরোধের চেয়ে শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব। যদিও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সুইডেনে করোনায় গড় মৃত্যু বেশি।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৩৯৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৯৭১ জন।

সূত্র: রয়টার্স, সিএনএন