বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শনিবার খুলছে ইস্টার্ন ইউনিভার্সিটি

আজকের দেশবার্তা রিপোর্টঃ ঈদের ছুটি শেষে ৮ আগস্ট শনিবার খুলছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এরই মধ্যে ৬ আগস্ট থেকে ফল সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

করোনা মহামারীর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ বন্ধ ঘোষণা করে সরকার। ক্লাস বন্ধ থাকলেও পরে অনলাইনে পরীক্ষা এবং ভর্তি কার্যক্রমের অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারপর থেকে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে ভর্তি, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম চলছে পুরোদমে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জানান, করোনার কারণে সব শিক্ষার্থীর টিউশন ফি’র ওপর ১০ শতাংশ এবং ভর্তি ফি’র ওপর ৪০ শতাংশ স্পেশাল ওয়েভার (বিশেষ ছাড়) দেয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে ৫০ শতাংশ ওয়েভার পেয়ে আসছিলেন, তারাও টিউশন ফি’র ওপর ১০ শতাংশ স্পেশাল ওয়েভার সুবিধা পাবেন।

উপাচার্য বলেন, স্বাস্থ্যবিধি মেনে আশুলিয়ায় আমাদের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এটি আমাদের জন্য অনেক বড় বিষয়।