শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিপ্রার মামলা নেয়নি পুলিশ

আজকের দেশবার্তা রিপোর্টঃ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার সদর থানায় গিয়েছিলেন শিপ্রা দেবনাথ। কিন্তু নিজেদের আওতায় না হওয়ায় মামলাটি নেয়নি কক্সবাজার সদর থানা। সংশ্লিষ্ট থানায় অথবা ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দিয়েছেন সদর থানার ওসি। আইনজীবী মাহাবুবুল আলম টিপু ও বন্ধু সাহেদুল আলম সিফাতকে নিয়ে শিপ্রা কক্সবাজার সদর থানায় গিয়েছিলেন।

থানা থেকে বের হয়ে শিপ্রা দেবনাথের আইনজীবী মাহাবুবুল আলম টিপু জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও পিবিআইএর এসপি মিজানুর রহমান শেলিসহ অজ্ঞাতনামা দেড়শজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে শিপ্রা মামলা করতে গিয়েছিলেন। ঘটনাস্থল কক্সবাজার সদর থানার আওতায় না হওয়ায় সংশ্লিষ্ট রামু থানা মামলা করার পরামর্শ দেন কক্সবাজার সদর থানার ওসি মো. খাইরুজ্জামান।
উল্লেখ্য, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি-ভিডিও সম্প্রতি ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছিলেন।