শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সখীপুরে করোনার বুথ স্থাপন করলেন প্রকৌশলী আতাউল মাহমুদ

আজকের দেশবার্তা রিপোর্টঃ টাঙ্গাই‌লের সখীপুরে কো‌ভিড-১৯ এর নমুনা সংগ্রহ বুথ স্থাপন কর‌লেন বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্র‌কৌশলী আতাউল মাহমুদ। ২ ই জুলাই বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নমুনা সংগ্রহ বু‌থের উ‌দ্বোধন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ কে সেবাদানকারীদের সংক্রমণ রোধে বুথ‌টি স্থাপ‌নে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা সহযোগিতা ক‌রে‌ছেন ব‌লে প্র‌কৌশলী আতাউল মাহমুদ জানান। এসময় উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র ও বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান, আবা‌সিক মে‌ডি‌ক্যাল অ‌ফিসার শাহিনুর আলম, ইঞ্জিনিয়ার মামুনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনবান্ধব নেতা প্র‌কৌশলী আতাউল মাহমুদ বলেন, বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও ডাক্তার সংক্রমিত হচ্ছেন। আমরা যদি স্বাস্থ্য সেবাদানকারীদের প্রটেকশন দিতে না পারি, তাহলে স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়বে। ই‌তিম‌ধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা দুর্যোগ মোকা‌বেলায় কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই দুর্যোগ মোকাবেলায় কাটিয়ে উঠতে সক্ষম হবো। সখিপুরের স্থানীয় জনগণ এই বুথ স্থাপন করায় জনবান্ধব নেতা প্রকৌশলী আতাউল মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।