বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সখীপুরে নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

আজকের দেশবার্তা রিপোর্টঃ টাঙ্গাইলের সখীপুরে বুধবার নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১০২ ছাড়িয়েছে।

এরমধ্যে মোট শনাক্তের অর্ধেকই (৫১জন) বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন। শনাক্তের পর কারও মৃত্যু হয়নি তবে মৃত্যুর পর শনাক্ত হয়েছেন ২জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার জানান, গত সোমবার উপজেলায় ২৪জন ব্যক্তির সংগৃহীত নমুনা গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ১০জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এদের একজন বাসাইলে নমুনা দিলেও সখীপুর উপজেলায় বাড়ি হওয়ায় তাঁর নাম এ উপজেলার তালিকায় যোগ হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক হাসমত আলী (৬৩), সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিউলী বণিক (৫৩), উপজেলার বড়চওনা গ্রামের প্রকৌশলী আনিছুর রহমান (২৭) যিনি বর্তমানে পাবনা সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন, ছোট মৌশা গ্রামের মাসুম (১৮), তাঁর মা আসমা আক্তার (৪০), ওই গ্রামের শহীদুল ইসলাম (২৬), সিলিমপুর গ্রামের কুয়েত ফেরত শাহজালাল (৩৬),চাকদহ গ্রামের সাজু (৩৬), শামীম টাওয়ারের ব্যবসায়ী বাবুল হোসেন (৫২) ও কচুয়া পুকুর পাড় এলাকার ছামনা (৪০) নামের একজন গৃহিণী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, উপজেলায় এ পর্যন্ত ৮৩৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১০২জনের শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫১জন। বাকিরা নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।