শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সখীপুরে বাল্যবিবাহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় এক নারীকে জরিমানা

সখীপুরে বাল্যবিবাহ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

সাজা পাওয়া ওই নারীর নাম নাছিমা আক্তার (৪০)। নাছিমা উপজেলার কালিয়া ইউনিয়নের চাম্বলতলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আবদুস সালামের স্ত্রীকে ফাঁসাতে নাসিমা আক্তার নামের ওই নারী উপজেলা প্রশাসন, পুলিশ ও সাংবাদিককে বাল্যবিবাহের মিথ্যা তথ্য দেন। ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ওই গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। পরে আদালত জানতে পারে ওই নারী প্রতিবেশী পরিবারকে ফাঁসাতে তিনি মিথ্যা তথ্য দিয়ে আদালতকে হয়রানি করেন। পরে আদালত ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ৬ ধারায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ওই নারীকে সাজা দেওয়া হয়েছে।