শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে কোভিড -১৯ ভ্যাকসিনের টিকা কার্যক্রম উদ্বোধন

মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ও সরিষাবাড়ীতে প্রথম টিকা নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান।পরে আরও কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা নেন, উপজেলা নির্বাহী অফিসার, শিহাব উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোঃ রফিকুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ডাঃ শফিউদ্দিন আহমদ, সিনিয়র স্টাফ নার্স মোঃ জুলহাস উদ্দিন, হিসাব রক্ষক মোঃ উসমান গনিসহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শাহেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদতরের সাবেক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ ফজলুল করিমসহ আরও অনেকে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোঃ রফিকুল হক জানান, আমরা প্রথম পর্যায়ে ১০হাজার ২১৬টি ভ্যাকসিন পেয়েছি। রবিবার (৭ফেব্রুয়ারী) ৮২ জনকে কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর বেশী টিকা প্রদানের ব্যবস্থাও করা যাবে। তিনটি টিম এ ১৬ জন সেবিকা ও স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে কাজ করছেন।