শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট হস্তান্তর করেছেন। লিখিত অভিযোগে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন উল্লেখ করেছেন, তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের মৃত রুস্তম আলী মুন্সীর ছেলে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। তার গেজেট-নং-১০০৫,মুক্তিবার্তা নং-০১১৩০৩০৫২,সেনাবাহিনী’র গেজেট নং-৬৩০৯। সে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে ভারত গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুটিং হয়ে আঙ্গুর কোম্পানীর সাথে টাঙ্গাইল জেলার ভূয়াপুর,গোপালপুর উপজেলার হেমনগর,ঝাওয়াইল ও মুধুপুর এরিয়ায় ১১নং সেক্টর কমান্ডার কর্ণেল তাহের কোম্পানী কমান্ডার আঙ্গুর তালুকদারের সাথে ৯ মাস মুক্তিযুদ্ধ করেন।১৯৭২ সালের ২ রা ফেব্রুয়ারী জাতীয় রক্ষী বাহিনীতে করে বাংলাদেশ সেনাবাহিনী হতে নিয়মতান্ত্রিকভাবে চাকুরী থেকে আবসর গ্রহন করেন। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ডোয়াইল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক কর্তৃক আনীত বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর বিরুদ্ধে রাজাকার আখ্যায়িত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সহ সরকারী দপ্তরে অভিযোগ দিয়েছেন।এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক কে মিথ্যা অভিযোগ প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশু দৃষ্টি কামনা করেছেন ।