বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেতিয়েনকে বরখাস্তের সিদ্ধান্ত বার্সার

আজকের দেশবার্তা রিপোর্টঃ বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের লজ্জাজনক হারের পর কোচ সেতিয়েনকে আনুষ্ঠানিকভাবেই বরখাস্ত করলো বার্সেলোনা। কোচের দায়িত্ব নেয়ার পর মাত্র ৭ মাস টিকলো তার চাকরির মেয়াদ। গত জানুয়ারিতে আর্নেস্তো ভালভার্দেকে বিদায় করে দিয়ে সেতিয়েনকে কোচ হিসেবে দায়িত্ব দেয় বার্সা।

বার্সেলোনার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বোর্ড ডিরেক্টররা একমত হয়েছেন যে, কোচ সিসে সেতিয়েনকে আর প্রধান কোচের ভূমিকায় রাখা হবে না। সিনিয়র দলের জন্য যে বিশাল পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে প্রথম সিদ্ধান্ত নেয়া হয়েছে কোচ সেতিয়েনকে বিদায় জানানোর।
উল্লেখ্য, দীর্ঘ বেশ কয়েকবছর পর এই প্রথম কোনো একটা মৌসুম বার্সা শেষ করলো কোনো শিরোপা ছাড়াই।