বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিরো আলমের বিরুদ্ধে জিডি

আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর টেক্সট পাঠানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাথী আক্তার নামে একজন নার্স।  শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।  হাতিরঝিল থানার এসআই সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডির কপিতে বলা হয়েছে, সাথী আক্তার নামে একটা ফেসবুক আইডির মেসেঞ্জারে ইনবক্সে বগুড়া থেকে হিরো আলম বিভিন্ন আপত্তিকর ও অসামাজিক কু-প্রস্তাব দেয়। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ পায়তারায় লিপ্ত হয়েছে হিরো আলম।  এরপর এ বিষয় বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ হওয়ার পর আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে জীবন নাসের হুমকি প্রদান করে।  যে কারণে আমি এখন নিরপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগ অস্বীকার করে হিরো আলম বলেন, মূলত আমাকে হেয় করার জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে, এছাড়া আর কিছু না। আর আমি কখনো ওই নারীর সাথে কোনো ধরনের চ্যাটিং করিনি। আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে।