শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১০৭ বছর বয়সে করোনাজয়ে নজির গড়লেন বৃদ্ধা

করোনা এখন এক আতঙ্কের নাম। বাচ্চা থেকে সারা বিশ্বেই করোনার ভয়ে তটস্থ সবাই। তারপরও বয়স্কদের করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। এ কারণে এ ভাইরাস থেকে বয়স্কদের বিশেষভাবে সুরক্ষিত থাকতে বলা হচ্ছে বার বার।

এরই মধ্যে ইরানে ঘটে গেল অনুপ্রেরণদায়ী এক ঘটনা। সেখানে ১০৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সুলতানা আকবরী নামের ওই বৃদ্ধা নিজে তো সুস্থ হয়েছেনই, পথ দেখিয়েছেন গোটা বিশ্বকে।

ইরানের আরাক শহরের ঘটনা এটি। দিনকয়েক আগেই ওই এলাকার খানসারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শরীরে সংক্রমণ রয়েছে প্রমাণ পেয়েই চিকিৎসকরা তাকে আইসোলেশানে নিয়ে যান। সম্পূর্ণ আইসোলেশানে ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে থাকেন আকবরী।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, পুরনো খাদ্যাভ্যাসের কারণে আকবরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হার মানাবে ২৫ বছরের যুবককেও।

অবশ্য স্রেফ আকবরীই নন, এর আগেও তেহরান থেকে ১৮০ তকিলোমিটার দূরে সেমনান নামক এক হাসপাতালে সেরে উঠেছিলেন ১০৩ বছর বয়সী এক ইরানীয় নারী। সেরে উঠেছেন ৯১ বছর বয়সী বৃদ্ধও, তাঁর হাঁপানিও ছিল।