শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি ঈদ বোনাস সরকারি নিয়মে দেয়ার

আজকের দেশবার্তা রিপোর্টঃ ঈদবোনাস ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে প্রদানসহ মুজিববর্ষেই সব শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

তাদের দাবি, এমপিওভুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে বেতন বৈষম্যের শিকার। ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দীর্ঘ ৭ বছরেও পরিবর্তন হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারিভাবে মাত্র ১২ হাজার ৫০০ টাকা বেতন পেয়ে থাকেন যা দিয়ে তাদের জীবন আর চলছে না। 

অন্যদিকে কলেজ শিক্ষকরা দীর্ঘ ১০ বছর চাকরি করে ৮ম গ্রেডে গেলে মাত্র ১০০০ টাকা বর্ধিত বেতন পেয়ে থাকেন; যা নিয়ে শিক্ষক সমাজে ক্ষোভ ও অসন্তোষ রয়েছ