শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাটেই সাইডলাইনে বসানোর দাঁতভাঙ্গা জবাব দিয়ে যা বললেন গেইল

নিজস্ব সংবাদদাতা : আইপিএলে গত সাত ম্যাচে সাইডলাইনে বসে ম্যাচ দেখতে হয়েছিল ক্রিস গেইলকে। সবশেষে বৃহস্পতিবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে একাদশে ঠাঁই হয় টি-টোয়েন্টির রাজার। আর ব্যাটেই সাইডলাইনে বসানোর দাঁতভাঙ্গা জবাব দিলেন ক্যারিবীয় জায়ান্ট।

আর প্রথম ম্যাচে নেমেই তিনি জানিয়ে দিলেন, আগের সাত ম্যাচে না নামানোয় কতটা ভুল করেছেন দলের নির্বাচকরা। এদিন ৪৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ইউনিভার্স বস গেইল। হাফসেঞ্চুরি পূরণের পরই নিজের ব্যাটের ‘বস’ লেখাটি দেখান সবাইকে।

এতে কারও বুঝতে বাকি নেই যে, কি ইঙ্গিত দিলেন গেইল। অবশ্য খেলা শেষে টিভি লাইভে ধারাভাষ্যকারদের এ বিষয়ে কথা বলেছেন গেইল। জানিয়েছেন এবারের আসরে তার প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামার বিষয়েও।

ধারাভাষ্যকার গেইলকে জিজ্ঞেস করেন, সাত ম্যাচ পর মাঠে নেমে কি নার্ভাস ছিলেন? গেইলের পাল্টা জবাব– কখনই নয়, নার্ভাস হতে যাব কেন! ইউনিভার্স বস কখনও নার্ভাস হয় না। তবে উইকেট ব্যাটিংবান্ধব ছিল না বলেও জানান গেইল

তিনি বলেন, ‘শারজার উইকেটটি ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না। উইকেট বেশ চটচটে, ধীরগতির ছিল। তবে দ্বিতীয় ভাগে ব্যাটিংটা ভালো হয়েছে।’

ওপেনিং ছেড়ে কেন ৩ নম্বরে নামানো হয়েছিল তাকে এমন প্রশ্নে গেইল বলেন, ‘এটি কোনো ব্যাপার নয়; সবসময় ওপেন করতে হবে এমনটি তো নয়। দল আমাকে ৩ নম্বরে নামিয়েছে তাই নেমেছি। আসল কথা হচ্ছে– পুরো টুর্নামেন্টজুড়েই পাঞ্জাবের ওপেনাররা ভালো করেছে। আমরা এটি বদলাতে চাইনি। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল আমি সেটি পালন করেছি।’

হাফসেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে ‘বস’ লেখাটি কেন দেখালেন? প্রশ্নে আক্ষেপের সুরে গেইল বলেন, ‘আমি শুধু বলব– নামটাকে তো একটু সম্মান করুন! এটুকু করলেই চলবে।’