শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু আর নেই

নিজস্ব সংবাদদাতা : চলচ্চিত্র প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দিপু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দিপু চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।

জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে শরীফ উদ্দিন খান দিপু করোনা নিয়ে হাসপাতাল ভর্তি হন৷ দুদিন আগে কভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। তবে ফুসফুসে সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর মসজিদে শরীফ উদ্দিন খান দিপুর জানাজা হবে। এর পর তাকে ধানমন্ডির একটি গোরস্থানে দাফন করা হবে।

শরীফ উদ্দিন খান দিপু দুটি সিনেমা হলের মালিক ছিলেন। তিনি ২২টির মতো ছবি প্রযোজনা করেছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, বাবা নাম্বার ওয়ান, আমি গুন্ডা আমি মাস্তান, অ্যাকশন জেসমিন, কোটি টাকার প্রেম ইত্যাদি।