শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেক্সটাইল বার্তার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ

টেক্সটাইল বার্তার ৬ষ্ঠ বর্ষে পর্দাপণে মঞ্চে প্রধান অতিথিসহ অন্যান্যরা

আজকের দেশবার্তা রিপোর্টঃ টেক্সটাইল শিল্পের একমাত্র বাংলা পত্রিকা মাসিক টেক্সটাইল বার্তা’র ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ৪ ডিসেম্বর শুক্রবার রাজধানী ঢাকার উত্তরার সেক্টর সেভেন কনভেনশন সেন্টারে এক অনাঢ়ম্বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন জামালপুর – ৫ আসনের সরকার দলীয় সাংসদ সিম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বস্ত্রখাতের আইকন ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল শিল্পের অন্যতম আইকন হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইটিইটি বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুর রহমান সিআইপি, বিজিএমইএ ইউনির্ভাসিটি(বিইউএফটি)-র প্রো-ভিসি অধ্যাপক ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ ইঞ্জি. ইসমাইল মোল্লা। প্রধান অতিথি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পাশে থেকে যে কোন প্রকার সমস্যার সমাধানের চেষ্টার আশ্বাস দেন। বিশেষ অতিথিরা টেক্সটাইল শিল্পের গঠনমূলক আলোচনা করেন। অধ্যক্ষ ইসমাইল মোল্লা পাট শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সরকারকে এ শিল্পকে ধরে রাখার জন্য আহবান জানান।টেক্সটাইল বার্তার প্রকাশক ইঞ্জি. আদিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উক্ত পত্রিকার বার্তা সম্পাদক ও এস.এ স্পিনিং মিলস্ (শামসুল আলামনি গ্রুপ) এর উপ-মহাব্যবস্থাপক ইঞ্জি. নাজমুল আহসান, বি.ব্রার্দাস গ্রুপের নির্বাহী পরিচালক(ইডি)টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অকৃত্রিম বন্ধু ইঞ্জি. শরিফুল ইসলাম খান, ইঞ্জি. মুহা. মাহবুবুর রহমান, ইঞ্জি. আনোয়ার হোসেন, এ এন্ড এ সোর্সিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিটেক এর সভাপতি আলমগীর হোসেন, ডেকোর ওয়েট প্রসেসিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. কেএম শহিদুল ইসলাম টিপু, ভিক্টোরী বাংলার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. শাকিরুল ইসলাম, ইউনিয়ন ক্যামিকেলের ব্যবস্থাপনা পরিচালক ও সিটেক এর সাধারন সম্পাদক ইঞ্জি. মিজানুর রহমান কাজল, টেক্সটাইল বার্তার যুগ্ম-সম্পাদক ইঞ্জি. রুহুল আমীন আকন্দ।অনুষ্ঠানটি সঞ্চলনা, সুন্দর ও সাবলীল করে তুলেন অক্লান্ত পরিশ্রমী মিষ্টভাষী ও টেক্সটাইল বার্তার  নির্বাহী সম্পাদক ইঞ্জি. মো. ফখরুল আলম। সকল বক্তাগণই পত্র্রিকাটির ষষ্ঠ বর্ষে পদার্পণে অভিনন্দন, শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করেন।