মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সরিষাবাড়ীতে কৃষকের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ

মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণে প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষি শ্রমিক সংকট নিরসনে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান কৃষকের হাতে মেশিনের চাবী তুলে দেন।এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন,সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ব্যবসায়ী রাজু আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আর্দশ কৃষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান, হারভেস্টার মেশিন বিতরণের ফলে আমাদের কষ্ট লাঘব হবে এবং আমরা দ্রুত সময়ে ধান ঘরে তুলতে পারব। কৃষক বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও সাধুবাদ জানাই।