মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলাঘর আঞ্চিলিক ক্যাম্প, গাজীপুর-২০২২ সমাপ্ত

আজকের দেশবার্তা: বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী জাতীয় শিশু-কিশোর সংগঠন “খেলাঘর” এর তিনদিন ব্যাপী আঞ্চলিক ক্যাম্প, গাজীপুর-২০২২ জাকজমকর্পূণ ভাবে শুক্রবার সমাপ্ত হয়েছে । গাজীপুর মহানগরীর র্বোড বাজারস্থ খাইলকুর বাদশা মিয়া অগ্রনী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় খেলাঘর আসরের তত্ত্বাবধানে গাজীপুর জেলা কমিটির সার্বিক সহযোগীতায় ক্ষণিকা খেলাঘর আসর এ ক্যাম্পের আয়োজন করে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রায় চার শতাধিক শিশু-কিশোর এ ক্যাম্পে অংশ গ্রহণ করে। শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। তারা নাচ,গান,আবৃত্তি, নানা রকম শারীরিক ব্যায়াম বিষয়ে আর্ন্তজাতিক মানের প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ গ্রহণ করে। সমাপনী দিনে নুরুজ্জামান(জামান) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এফবিসিসিআই এর সম্মানিত পরিচালক টিভি ব্যক্তিত্ব শহীদ শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার। আরও বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, গাছা ইউপির সাবেক চেয়ারম্যান ও বাদশা মিয়া অগ্রনী বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব দেবনাথ, ৩৮ নং ওর্য়াড কাউন্সিলর হাজ্বী মনিরুজ্জামান, এড.ইমাম হোসেন ঠান্ডু, হাসান তারেক, এড. সুণীল কুমার সরকার(মিন্টু), তারিকুজ্জামান(হিমু), ইঞ্জি. মাহবুবুর রহমান(এম.এস.সি ইন টেক্সটাইল), মতিউর রহমান মতি প্রমুখ। পরে ক্যাম্পে আগত খেলাঘরের ভাই/বোনেরা জাকজমকর্পূণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।