মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জাতীয় শোক দিবস পালন।

নিজস্ব সংবাদদাতা:জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট’এর আয়োজনে ১৫ আগষ্ট, ২০২২খ্রিঃ, সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫’এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ পৌর সুপার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ’এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী মহোদয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রেজাউল করিম রেজা, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি তুহিন সিদ্দিকী, যুগ্মসাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান সোয়েব। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিঃ মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রিচার্ড খান, সোহেল সোহরাওয়ার্দী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, শাহরিয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ, অর্থ-সম্পাদক শাহ আলম লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়লা, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, সমাজকল্যাণ সম্পাদক শরীফ খান, সদস্য এডভোকেট লিজা, মোঃ সরোয়ার হোসেন, বাসাইল উপজেলা শাখার আহ্বায়ক শামীমা খান সীমা, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান, সদস্য মোঃ রাফিউল আলম খান, দেলদুয়ার উপজেলা শাখার সদস্য সচিব আল মামুন, সদস্য মোঃ রকিব খান, টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক কে এম মঞ্জুরুল ইসলাম রনি, যুগ্মআহ্বায়ক কাজী নুসরাত ইয়াসমিন, সদস্য-সচিব তানিয়া চৌধুরী, সদস্য শিউলি খান সনি, শরিফুল ইসলাম রাজনসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরবর্তী প্রজন্মের প্রতিনিধিবৃন্দ।