মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস পালন।

নিজস্ব সংবাদদাতা:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দোয়া ও গণভোজ-এর আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ও টাঙ্গাইল সদর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ১৫আগস্ট, সোমবার দুপুরে কুমুদিনী কলেজ গেইট সংলগ্ন টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে গণভোজ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মুরাদ সিদ্দিকী। গণভোজ আয়োজনের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫’এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন উপলক্ষে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত দোয়া ও গণভোজে অংশগ্রহণ করেন টাঙ্গাইলের সাধারণ শিক্ষক ও নেতৃবৃন্দ। দোয়া ও গণভোজ অনুষ্ঠান শেষে শোকাবহ ১৫আগস্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, সিনিয়র যুগ্ম সম্পাদক আল মামুন খান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি, দপ্তর সম্পাদক আব্দুল আলীম শিকদার, কাবস্কাউটিং সম্পাদক সহিদুর রহমান সহিদ, আইন বিষয়ক সম্পাদক শাহালম খান, সহ-অর্থসম্পাদক রাশেদুজ্জামান, সম্মানিত সদস্য মোঃ আমিনুর রহমান, মোঃ সাখাওয়াত হোসেন, শ্যামল চক্রবর্তী, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি ফিরোজ আল মামুন, নির্বাহী সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, নির্বাহী সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক মোঃ রাশেদ খান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (১৮০৮/৭৫), টাঙ্গাইল জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।