মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে ক্লাস বাদ দিয়ে শিক্ষকদের বরণ অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা: আজ রবিবার ঘাটাইলে ক্লাস বাদ দিয়ে ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নিজস্ব হল রুমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে রবিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ঘাটাইল উপজেলা শাখা প্রাথমিক শিক্ষক সমিতির কতিপয় অসাধু শিক্ষক নেতার নেতৃত্বে স্কুল সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনকে শিক্ষকরা অনেকেই বাড়াবাড়ি বলে মনে করছেন। ক্লাস বাদ দিয়ে উক্ত বরণ অনুষ্ঠান আয়োজন নিয়ে উপজেলার সর্বত্র ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ক্লাস বাদ দিয়ে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানের সঙ্গে কতিপয় সহকারী উপজেলা শিক্ষা অফিসারও জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট এর মাধ্যমে বিদ্যালয়ের ক্লাস সময় বিকাল তিনটায় সমিতির অনুষ্ঠানে শিক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দানের অভিযোগ উঠেছে। যেখানে বিদ্যালয়ের পাঠদান সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪:১৫ পর্যন্ত সেখানে উক্ত নির্দেশনা অনুযায়ী বিকাল ৩টায় অনুষ্ঠানে স্থলে উপস্থিত থাকার জন্য অনেক শিক্ষককে আরো এক থেকে দেড় ঘণ্টা আগে বিদ্যালয় ত্যাগ করতে হয়েছে। সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে কেউ এ ধরনের নির্দেশনা দিতে পারেন কিনা সে ব্যাপারে জনমনে প্রশ্ন জন্ম নিয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ হাসানের সঞ্চালনায় ক্লাস বাদ দিয়ে উক্ত বরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের যোগদানের জন্য সমিতির আরো কতিপয় অসাধু শিক্ষক নেতার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।