বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্তৃক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট। ২১ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট-এর সম্মানিত সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ এর নেতৃত্বে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মাভাবিপ্রবি এর অধ্যাপক ড. ইকবাল মাহমুদ চঞ্চল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও এনজিও কর্মকর্তা রিচার্ড বেনু খান, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের সহধর্মিণী বিভাগীয় ভ্যাট কর্মকর্তা আয়েশা আক্তার, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলার চারবারের শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শাহীন আল মামুন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সজীব রহমান, আসাদুজ্জামান সোয়েব, শাহরিয়ার আনোয়ার রাজিব, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আমিনুর রহমান মিল্টন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মামুন মিয়া, টাঙ্গাইল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মাহমুদ ফয়সাল রনি, শিউলি আক্তার সনি, সদর উপজেলা শাখা’র আহবায়ক আব্দুল আলীম, বাসাইল উপজেলা শাখা’র আহ্বায়ক শামিমা খান সীমা, টাঙ্গাইল শহর শাখার যুগ্মআহ্বায়ক মোঃ ইমদাদুল হক, সদস্য সচিব তানিয়া চৌধুরী, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সদস্য সচিব রিফাত খান, ভূঞাপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধার সন্তান বাঁধনসহ জেলার বীরমুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবারের নতুন প্রজন্মের সদস্যবৃন্দ।