শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রতি সাতজন করোনা রোগীর একজন স্বাস্থ্যকর্মী: ডব্লিউএইচও

নিজস্ব সংবাদদাতা : প্রতি সাতজন করোনা রোগীর মধ্যে আক্রান্ত হিসেবে কমপক্ষে একজন স্বাস্থ্যকর্মীকে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। নিজেদের হিসাবের কথা উল্লেখ করে সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে, কিছু দেশে এই সংখ্যা আরও বেশি; তিনজনে একজন!

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘বিশ্বব্যাপী কভিড রোগীদের ১৪ শতাংশ স্বাস্থ্যকর্মী। কিছু দেশে আবার ৩৫ শতাংশ।’

‘এটা ‍শুধুমাত্র সংক্রমণের বিষয় নয়। প্রতিদিন স্বাস্থ্যকর্মীরা চাপ নিয়ে কাজ করছেন। যেটা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

ডব্লিউএইচও প্রধান এদিন আরও জানান, দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি এবং সেটি পাওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স নামের যে উদ্যোগ গ্রহণ করেছে তার সঙ্গে ১৭০টি দেশ একাত্মতা প্রকাশ করেছে।

‘আমাদের সঙ্গে মোট ১৭০টি দেশ যোগ দিয়েছে।’

‘কভিড-১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।’

এতগুলো দেশ এক হয়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা করলেও যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র।

গত এপ্রিলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে তাদের দৃষ্টি থাকবে।