শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বুটেক্সের পিজিডি-টিআইএম ও পিজিটি টেক্সটাইলের সনদ প্রদান

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশের প্রাচীনতম টেক্সটাইল সেক্টরের কারিগর গড়ার বিদ্যাপিঠ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) –এর পোস্টগ্রাজুয়েটি ইন টেক্সটাইল ইন্ডস্ট্রি ম্যানেজমেন্ট ও পোস্টগ্রাজুয়েট ইন টেক্সটাইল এর ৭৭৬ জন পোস্টগ্রাজুয়েটদের মাঝে ২১ ডিসেম্বর স্বর্ণালী আবাসন(দি গ্রান্ড প্যালেস), ৩০০ ফিট এ  বিকাল ৩ টা থেকে রাত ১১:৩০ টা পর্যন্ত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সনদ প্রদান করেছেন। সেইফ , এডিবি ব্যাংক ও বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় উক্ত পোস্টগ্রাজুয়েট ডিগ্রি প্রদান করা হয়। উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্স এর মাননীয় উপাচার্য(ভিসি) প্রফেসর ড. মো. আলীমুজ্জামান(বেলাল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের সাবেক ভিসি প্রফেসর আবুল কাশেম, বিটিএমএ ও ম্যাকসন্স গ্রুপের এর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, আইটিইটি এর সভাপতি ও হ্যামস্ গ্রুপের চেয়ারম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়াদের ভাইয়া খ্যাত ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফজলে শামীম এহসান, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি, বুটেক্স এর সম্মানিত শিক্ষক, কর্মকর্তা/কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডিসি(বুটেক্স) এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইডিসি(বুটেক্স) এর সহকারি পরিচাল(প্রশাসন) সহকারি অধ্যাপক ড. আব্বাছ উদ্দিন শায়খ। সনদ প্রদান অনুষ্ঠানে নৈশভোজ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।