শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন ।

নিজস্ব সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪মে শনিবার সকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯০০শত ভোটারের মধ্যে ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫১টি পদের মধ্যে ১৫টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৬টি পদে শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।


নির্বাচনে ৩৮১ ভোট পেয়ে মো. হোসেন মিঞা সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী গৌতম কুমার সাহার প্রাপ্ত ভোট ২৩০। মোছাঃ কানিজ ফাতেমা রলে ৪৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আর-রশিদ পেয়েছেন ৩০১ভোট।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সার্বিক তত্বাবধানে সংশ্লিষ্ট নির্বাচনে পর্যবেক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, নির্বাহী সম্পাদক বাশিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-প্রচার সম্পাদক নুরুর রহমান সজল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম আল মামুন, টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, সহ সম্পাদক মরিয়ম খান, শিক্ষা সম্পাদক মো. ঈমান আলী, দেলদুয়ার উপজেলা শাখার নির্বাহী সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আমির হামজা, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া, মির্জাপুর উপজেলা শাখার শিক্ষক নেতা দেওয়ান মো. শামীম, মো. রফিকুল ইসলাম, ঘাটাইলের আশরাফুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম প্রমুখ।