শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিট উদ্ভাবন ঢাবির করোনা শনাক্তের

মাত্র আধা ঘণ্টার মধ্যেই করোনাভাইরাসের আরএনএ’র উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে একদল গবেষক।

রোববার (৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়, গবেষকরা র্যাপিড কলোরোমেট্রিক টেস্ট প্রক্রিয়া অনুসরণ করেছেন, যেটি আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে পরিচিত।
বিজ্ঞপ্তিতে ভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, ‘একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটে এই ভাইরাস শনাক্তের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছে। করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে পরীক্ষা কিটে হলুদ ও নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ পাওয়া গেছে’।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিএসএমএমইউ থেকে কার্যকারিতা পরীক্ষায় উত্তীর্ণ হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কাছে কিটটি ব্যবহারের আবেদন করা হবে।