শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর জেলার কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা আজ শনিবার (২৫ এপ্রিল)  বিক্ষোভ করেছেন।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় হেচাং বিডি লিমিটেড নামের  কারখানার শ্রমিকরা গত তিন মাসের বেতন পাননি। মালিকপক্ষ কয়েকবার শ্রমিকদের বেতন পরিশোধদের তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বেতন পরিশোধের নির্ধারিত তারিখ ছিল। সকালে কারখানায় এসে ফটকে তালা দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে শ্রীপুর উপজেলার ৪ নং তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে(জৈনা বাজার এলাকা)অবস্থিত এটিএস নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতনের জন্য বিক্ষোভ করেছে। শ্রমিকরা জানায়, মালিক পক্ষ বেতন দেয়ার কথা বলে নানা টালবাহানা করছেন। এদিকে আমাদের পরিবার-পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম জানান, শ্রমিকদের মধ্যে কারো দুই মাসের, কারো তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন। এখন তারা মহাসড়ক ছেড়ে কারখানা এলাকায় অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে। শ্রমিকরা তাদের পাওনা বেতনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছেন।