শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাল ও নগদ অর্থ সহায়তায় অনিয়ম: বরখাস্ত ৫

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার কর্মসূচিতে সুবিধাভোগীর তালিকা প্রণয়নে অনিয়ম ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে দুই ইউয়িন পরিষদ চেয়ারম্যান ও তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। করোনাভাইরাসরে প্রার্দুভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৭১ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো। এদরে মধ্যে ২৩ জন ইউপি চেয়ারম্যান, ৪৫ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য এবং ২ জন পৌর কাউন্সিলর।

বৃহস্পতিবার বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির কবির আহমেদ এবং বিজয় নগর উপজলোর বিষ্ণুপুর ইউপির মো. জামাল উদ্দিন ভূঁইয়া।

বরখাস্ত ইউপি সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য তাহের মিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউপি’র  ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বোরহান উদ্দিন এবং একই উপজেলার চাঁদপুর ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য বিলকিস বেগম।