শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের এলাসিনে কর্মহীনদের পাশে “অদম্য-১১”

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিনে করোনাভাইরাস প্রতিরোধে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করেন এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচ (অদম্য-১১)। শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে ৭০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে অদম্য-১১। এই ব্যানারে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর প্রয়াস রয়েছে।বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য খেটে খাওয়া মানুষদের জীবন স্থবির হয়ে গেছে। তাই তাদের সহযোগিতার চেষ্টা।

অদম্য-১১ এর আহবায়ক রনি কর্মকার বলেন, “আমরা সেলিব্রেটি হতে চাইনা, আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে যদি কেউ প্রতিকুল পরিস্থিতিতে সমাজ ও মানুষের পাশে এসে দাঁড়ান এতেই আমাদের সফলতা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই “অদম্য-১১” এর সকল দেশি ও প্রবাসী বন্ধুদের এবং যাদের অনুদান ও অক্লান্ত পরিশ্রমে আমাদের উদ্যোগ সফল হয়েছে।” এ সময় সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, অদম্য-১১ এর তরিকুল ইসলাম রাব্বি। সহযোগিতা সোহেল, রিপন মিয়া, জনি, রাসেল, আরিফুল, রুবেল, হাবিবুর, মামুন, জয়, রিপন পাল, চন্দ্র, লুৎফর, হাসান, রন্টি।