শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ক্লান্তিহীন ছুঁটে বেড়াচ্ছেন এমপি বাবু

বাংলাদেশে গত ৮ ই মার্চ হতে করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়ার পর থেকে আড়াইহাজারে অবস্হান করছেন নারায়ণগঞ্জ- ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আড়াইহাজারের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি নাগরিক কে সচেতনতা বৃদ্ধি করার জন্য উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে এবং তাদের মাধ্যমে লিফলেট, মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেন সাধারন মানুষের দ্বারপ্রান্তে।

করোনার সংকটময় মুহূর্তে ক্লান্তিহীনভাবে রাত দিন ছুঁটে বেড়াচ্ছেন ক্ষুধার্ত খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের খোঁজে। তিনি সাধ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন বিভিন্ন উপহার সামগ্রী । সাহস আর প্রেরণা দিয়ে করোনা হতে কিভাবে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তার সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছেন। বাংলাদেশে এই মহামারি করোনা সনাক্ত হওয়ার পরপরই জনসচেতনতায় তৎপরতাসহ জনপ্রতিনিধি হিসেবে একটি মাত্র ফোনকলের মাধ্যমে পরিচয় গোপন রেখে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন। করোনার মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিম্ন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কাছে ছুটে বেরিয়েছেন রাতের আধারে। এলাকাবাসী মাননীয় সংসদ এর এই কার্যক্রমে অত্যন্ত খুশি ও আনন্দিত। প্রতিটি ইউনিয়নে ও মহল্লায় নিজে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেছেন। অনেক জনপ্রতিনিধি যেখানে অনিয়মে জড়িয়ে পড়েছেন সেখানে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখিয়ে দিয়েছেন তিনি সত্যিকারে জনগণের সেবকের জন্য জনপ্রতিনিধি হয়েছেন। করোনার এই সংকটকালীন মুহূর্তে করোনা রোগীর সেবার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইসোলেশন ইউনিট তৈরি করেছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্য কে আধুনিককরনসহ অতিরিক্ত চিকিৎসক নির্ধারিত করেছেন। করোনায় মানুষকে সচেতন করার লক্ষ্যে আড়াইহাজারে স্বেচ্ছাসেবকের সদস্য গঠনের জন্য ১০৮ টি ওয়ার্ডের মধ্যে প্রতি ওর্য়াডে ৩০ জন করে প্রায় ৩,৫০০ তিনহাজার পাঁচশত সদস্য নিশ্চিত করেছেন।