শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেইজ শিল্ড তৈরি করল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

চোখ, নাক ও মুখ দিয়ে করোনা জীবাণুর সংক্রমণ ঠেকাতে সারাবিশ্বের চিকিৎসকরা ফেইস শিল্ড ব্যবহার করলেও দেখা মিলছে না বাংলাদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের মুখে। ফলে পিপিই, মাস্ক পরার পরও ঝুঁকিতে তারা। তবে বাজারে খুঁজে না পাওয়া এই ফেইজ শিল্ড তৈরি হচ্ছে বাংলাদেশের ঢাকার প্রাণ কেন্দ্র শের-ই বাংলা নগর এ অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাব ল্যাবে।

ল্যাবের দায়িত্বরত গবেষক এনামুল আরেফিন ও অন্যান্য গবেষকরা  জানান, চিকিৎসকদের জন্য অতিপ্রয়োজনীয় এই জীবাণু প্রতিরোধক, থ্রিডি প্রিন্টারে তৈরি করে বিক্রি করছেন ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। যা উৎপাদিত মূল্যের সমান। ইতিমধ্যেই তারা বাজারে বিক্রি করছেন। আরও খুশির খবর দিলেন গবেষক এনামুল আরেফিন, তারা পিপিই তৈরি করতে যাচ্ছেন। বিদেশ থেকে পিপিই’র মাপ আসলেই তারা উৎপাদন শুরু করবেন।বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু করোনা ঠেকাতে নয় অন্য সময়ও এটি ব্যবহার যোগ্য ও নিজেকে নিরাপদ রাখার একটি উপায়।