শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেতন হয়নি ৭১ পোশাক কারখানায়

করোনাভাইরাস সংকটের মধ্যে বিজিএমইএ’র সদস্যভুক্ত ৭১টি তৈরি পোশাক কারখানায় এখনও শ্রমিকদের মে মাসের বেতন হয়নি।  বেতনের দাবিতে শুক্রবার গাজীপুর মহাসড়ক আটকে বিক্ষোভ করে আলিফ কাজল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বেতনের দাবিতে প্রায় প্রতিদিনই মহামারী পরিস্থিতির মধ্যে শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর আসছে।  এদিকে করোনাভাইরাস সংকট শুরুর পর ৩৪৮টি কারখানা বন্ধ হয়ে গেছে।   
তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সর্বশেষ শুক্রবারের দেওয়া তথ্যে দেখা যায়, ইতোমধ্যে এক হাজার ৮৫৫টি পোশাক কারখানা তাদের শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করেছে।  বেতন দেওয়ার বাকি রয়েছে আরও ৭১টি কারখানা।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ শুরুর সময় বিজিএমইএর সদস্যভুক্ত পোশাক কারখানা ছিল দুই হাজার ২৭৪টি। এর মধ্যে কারখানার সংখ্যা এক হাজার ৯২৬টিতে নেমে এসেছে, বাকি কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।