সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।

ক্যাম্পাস প্রতিনিধিঃ সোনারগাঁও ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ৫ ই অক্টোবর ২০২৩ ইং তারিখে ক্যাম্পাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্মার্ট শিক্ষক দরকার”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য প্রফেসর ডঃ মুহাম্মদ মাহফুজুল ইসলাম মাননীয় ভিসি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন প্রফেসর শামীম আরা হাসান মাননীয় ভিসি সোনারগাঁও ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদ্য যোগদান কৃত ট্রেজারার জনাব প্রফেসর ডঃ মোহাম্মদ একরামুল ইসলাম, প্রফেসর আল-আমিন মোল্লা ডীন, ব্যবসা অনুষদ, প্রফেসর ডক্টর এম এ মাবুদ ডীন, কলা ও মানবিক অনুষদ এবং সঞ্চালক হিসেবে ছিলেন জনাব এস এম নুরুল হুদা রেজিস্ট্রার সোনারগাঁও ইউনিভার্সিটি। উক্ত অনুষ্ঠানে সকল বিভাগের প্রফেসর বৃন্দ, বিভাগীয় প্রধান , বিভিন্ন দপ্তর প্রধান ও অন্যান্য ফ্যাকাল্টির শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘটে।