সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁও ইউনিভার্সিটিতে আউট কাম বেইজড শিক্ষার উপর সেমিনার।

ক্যাম্পাস প্রতিনিধি: ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), সোনারগাঁও বিশ্ববিদ্যালয় (এসইউ) ০৪ নভেম্বর, ২০২৩ ইং তারিখে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে “ওবিই বাস্তবায়ন এবং বিএসি, বিএইটিই স্বীকৃতি” বিষয়ক এক দিনের বিশেষ সেমিনার সেশনের আয়োজন করে। উক্ত সেশনে উপস্থিত ছিলেন প্রফেসর শামীম আরা হাসান, সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত), সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এসইউ; মোঃ মোস্তফা হোসেন, পরিচালক-আইকিউএসি ও বিভাগীয় প্রধান মেকানিক্যাল, এসইউ, প্রফেসর বুলবুল আহমেদ, অতিরিক্ত পরিচালক আইকিউএসি ও বিভাগীয় প্রধান সিএসই । উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ তাদের মতামত বক্তৃতায় তুলে ধরেন। সেমিনার সেশন- মূল বক্তা ফারুক হোসেন, ওবিই সফটওয়্যার বিশেষজ্ঞ ‘কারিকুলাম ডিজাইন, ওবিই সফটওয়্যার, ওয়াশিংটন অ্যাকর্ডের পটভূমি এবং বিএসি, বিএইটিই অ্যাক্রিডিটেশন প্রয়োজনীয়তা’ নিয়ে আলোচনা করেন। এই সেমিনারের উদ্দেশ্য হলো সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে (এসইউ) জানুয়ারী, স্প্রিং ২০২৪ সেমিস্টার থেকে OBE সফ্টওয়্যার বাস্তবায়ন করা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে এসইউর সকল ডিন, প্রধান, কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রধান বক্তা ও ওবিই বিশেষজ্ঞ ফারুক হোসেন উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।